Logo

অর্থনীতি

মে দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মসূচি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৪১

মে দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মসূচি

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তিনটি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন-‘বাংলাদেশ ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতি’, ‘বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘ’ এবং ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’-এর সমন্বয়ে গঠিত "মে দিবস ২০২৫ উদযাপন কমিটি এ আয়োজনের দায়িত্বে রয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে নিচের কর্মসূচি গ্রহণ করা হয়েছে :

গেঞ্জি ও টুপি বিতরণ, মে দিবসের র‍্যালি (বাংলাদেশ ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে পুনরায় ব্যাংক চত্বরে এসে শেষ হবে), আলোচনা সভা ও খাবার বিতরণ।  

আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল ও সদরঘাট অফিসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় যারা প্রাণ হারান, তাদের স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হচ্ছে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর