বিএসইসি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:২৫

ছবি : বাংলাদেশের খবর
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দুর্নীতি অনুসন্ধানের দাবিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। একই দাবিতে মতিঝিলেও তারা বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এবং মতিঝিলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, খন্দকার রাশেদ মাকসুদ এনআরবিসি ব্যাংকের সাবেক এমডি হিসেবে আর্থিক দুর্নীতি চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি বরং সহযোগী হিসেবে কাজ করেছেন।
তাদের দাবি, মাকসুদের বিরুদ্ধে ২৬৪ কোটি টাকার ঋণ অনিয়মের তদন্ত চলছে এবং তার অপসারণ করা উচিত।
বিনিয়োগকারীরা বলেন, ‘মাকসুদ শেয়ারবাজার বোঝেন না, তাই তার অপসারণ দাবি করছি।
এআরএস