দেশের অর্থনীতির জন্য ‘ঋণ’ খুব বেশি প্রয়োজনীয় নয় : অর্থ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৯:০৯

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
দেশের অর্থনীতির জন্য এখন ‘ঋণ’ খুব বেশি প্রয়োজনীয় নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়।’
তিনি বলেন, ‘আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। ঋণ এখন দেশের অর্থনীতির জন্য খুব বেশি প্রয়োজনীয় নয়। তাদের ঋণের কিস্তি না পাওয়া গেলেও কোনো ক্ষতি হবে না।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের সহায়তা ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল। তারা বাজেট সহায়তা যেটা দিতে চেয়েছে তা না দিলে বাংলাদেশ সরকার নিজেরাই সেটা করতে পারবে। তবে সরকার আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী।’
উল্লেখ্য, চলতি মাসের ৫-১৭ এপ্রিল পর্যন্ত ঢাকায় আইএমএফ প্রতিনিধি দলের সফরে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার ছাড়ের বিষয়ে কোনো সুরাহা হয়নি।
এএইচএস/এমআই