Logo

অর্থনীতি

জানা গেল রিজার্ভের সবশেষ তথ্য

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২০:০৩

জানা গেল রিজার্ভের সবশেষ তথ্য

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ তথ্য প্রকাশ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭,৪১১.৫৭ মিলিয়ন ডলার।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী, চলতি এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২০৪৭ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি মাসের ২৭  এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬৭৮৯ দশমিক ২১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১৪২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশি টাকায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে রিজার্ভের অঙ্ক দাঁড়ায় 

প্রায় ৩ লাখ ৩৪ হাজার ৪৬১ কোটি টাকা। আর আইএমএফের গণনা পদ্ধতি অনুসারে (বিপিএম৬) অনুযায়ী রিজার্ভ প্রায় ২ লাখ ৬৯ হাজার ৯৭৮ কোটি টাকা। আমদানি ব্যয়, বিদেশি ঋণের পরিশোধ এবং টাকার মান স্থিতিশীল রাখতে এই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২২ সালের আগস্টে।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর