রেমিট্যান্স প্রবাহে চাঙ্গা অর্থনীতি, এপ্রিল মাসে প্রবৃদ্ধি ৩৬.৬%
চলতি অর্থবছরে এসেছে প্রায় ২ লাখ ৯৭ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:১৮
-6813040819f33.jpg)
বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে এপ্রিল মাসে নতুন গতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২০২৫ সালের ১ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৬০৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত বছরের একই সময়ে (১–২৯ এপ্রিল ২০২৪) প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৯০৮ দশমিক ৩ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৩২১ কোটি টাকা। ফলে মাসওয়ারি হিসেবে রেমিট্যান্স প্রবাহে ৩৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
শুধু ২৯ এপ্রিল ২০২৫ তারিখেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ২৭৬ কোটি টাকা।
চলতি অর্থবছর (জুলাই ২০২৪ – ২৯ এপ্রিল ২০২৫) পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৪ হাজার ৩৯২ দশমিক ৭ মিলিয়ন ডলার, যা টাকায় প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫৯১ কোটি টাকা। এর বিপরীতে গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩ – ২৯ এপ্রিল ২০২৪) রেমিট্যান্স এসেছিল ১৮ হাজার ৯৮২ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ২ লাখ ৩১ হাজার ৭৯০ কোটি টাকা। অর্থাৎ এ সময়ের মধ্যে রেমিট্যান্স প্রবাহে ২৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবাসী আয় বৃদ্ধি একটি বড় ধরনের ইতিবাচক ইঙ্গিত। সরকারের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ওপর জোর, হুন্ডি প্রতিরোধে পদক্ষেপ, এবং নগদ প্রণোদনা অব্যাহত রাখার ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
তারা আরও বলেন, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং টাকার মান ও মুদ্রা বাজারে স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।
বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং সামষ্টিক অর্থনীতিতে এর সুফল স্পষ্ট হবে।