Logo

অর্থনীতি

পদত্যাগ করলেন এবি ব্যাংকের চেয়ারম্যান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:২০

পদত্যাগ করলেন এবি ব্যাংকের চেয়ারম্যান

বেসরকারি আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার (১ মে) পরিচালরা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন। নতুন করে ব্যাংকটির সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে।

গত ডিসেম্বর পর্যন্ত সমস্যায় জর্জরিত এবি ব্যাংক ৩২ হাজার ৯৭৮ কোটি টাকা ঋণের ৮ হাজার ৫৭৩ কোটি টাকা বা ২৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটি স্নাতকোত্তর এবং লন্ডনের লিঙ্কনস্ ইন থেকে বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।

এর আগে ২০২২ সালে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরীর পূর্বসূরী এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলীও অনুরূপ পদত্যাগ করেছিলেন।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর