
এই মাসে ওভেন পোশাক রপ্তানি কমেছে /ছবি : সংগৃহীত
বাংলাদেশের তৈরি পোশাক খাত চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে এপ্রিলে ওভেন পোশাক রপ্তানি উল্লেখ্যযাগ্য হারে হ্রাস পেয়েছে।
সোমবার (৫ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মেয়াদে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।
এ সময় নিট ও ওভেন-উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে নিট পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০ দশমিক ৭৪ শতাংশ। ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি ৯ দশমিক ১৭ শতাংশ।
এপ্রিল মাসে তৈরি পোশাক রপ্তানি ছিল ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ বেশি। এই মাসে নিট পোশাক রপ্তানিতে ৫ দশমিক ০৮ শতাংশ প্রবৃদ্ধি হলেও, ওভেন পোশাক রপ্তানি কমে গেছে ৪ দশমিক ৬৫ শতাংশ।
রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ পরিবহন ব্যয় ও কাঁচামালের দাম ওঠানামা এপ্রিল মাসের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সামগ্রিকভাবে রপ্তানির ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
এএইচএস/ওএফ