Logo

অর্থনীতি

মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ১২ মে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:০৯

মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ১২ মে

ছবি : সংগৃহীত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বেসরকারি মিডল্যান্ড ব্যাংককের বোর্ড মিটিং আগামী (১২ মে) সোমবার অনুষ্ঠিত হবে। ওই সভায় ৩১ মার্চ ২০২৫ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের (কিউ ওয়ান) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ বোর্ডে অন্যান্য বিষয়সমূহ পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।  

ডিএসইর বিধিমালা ২০১৫ এর ১৬ (১) অনুযায়ী জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ১২ মে ২০২৫, সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০২৫ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয়সমূহ পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এর আগে, ২০২৪ সালের তিনটি প্রান্তিকে ব্যাংকটির আর্থিক অবস্থান ছিল নিম্নরূপ: প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ২০২৪: কর-পরবর্তী মুনাফা ছিল ৫.৪ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৪৫ টাকা। দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন), ২০২৪: কর-পরবর্তী মুনাফা দাঁড়ায় ১১.২ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় ০.৯৩ টাকা। তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর, ২০২৪: কর-পরবর্তী মুনাফা হয় ১৬.৮ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় ১.৩৯ টাকা।

২০২৪ সালের এই তিন প্রান্তিকে ব্যাংকটির আর্থিক ফলাফল ধারাবাহিকভাবে উন্নতি করতে দেখা গেছে। এর ফলে ২০২৫ সালের প্রথম প্রান্তিকের ফলাফল ভালো হবে বলেই আশা করছেন বিনিয়োগকারীরা। 

কোম্পানিটি সবশেষে ২০২৩ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। 

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর