Logo

অর্থনীতি

আলোচিত ব্যাংকগুলোর কে কত লভ্যাংশ দিল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৪:৩৪

আলোচিত ব্যাংকগুলোর কে কত লভ্যাংশ দিল

কোলাজ : বাংলাদেশের খবর

বিনিয়োগকারীদের জন্য কোনো চমক ছাড়াই এবার লভ্যাংশ ঘোষণা করেছে দেশের আলোচিত-সমালোচিত বেসরকারি ব্যাংকগুলো। চলতি ২০২৪ অর্থবছরের জন্য দেশের একাধিক ব্যাংক তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। কারও লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে, কেউ বা লভ্যাংশ কমিয়েছে, আবার কিছু ব্যাংক এ বছর কোনো লভ্যাংশই দিচ্ছে না।

বুধবার (৭ মে)  বাংলাদেশ ব্যাংক সূত্রে এই সব তথ্য জানা গেছে।  

ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আগের বছরের মতোই এবারও ১০ শতাংশ ক্যাশ বা সমপরিমাণ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারহোল্ডাররা এতে মোটামুটি সন্তুষ্ট থাকলেও নতুন চমক নেই বললেই চলে।

চলতি বছর বেশ কিছু ব্যাংক তাদের লভ্যাংশ কমিয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আগের বছর ক্যাশ ও স্টক মিলিয়ে ১০ শতাংশ লভ্যাংশ দিলেও এবার শুধু ১০ শতাংশ স্টক দিয়েছে। সাউথইস্ট ব্যাংক আগের বছর ১ শতাংশ (৬ শতাংশ ক্যাশ + ৪ শতাংশ স্টক) দিলেও এবার ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকে নেমে এসেছে। এনআরবিসি ব্যাংক আগের বছর ১১ শতাংশ ক্যাশ দিলেও এবার দিয়েছে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। প্রিমিয়ার ব্যাংক আগের বছর ১২.৫ শতাংশ ক্যাশ দিলেও এবার ঘোষণা করেছে ১০ শতাংশ ক্যাশ।

খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়ে চলা ন্যাশনাল ব্যাংক (এনবিএল) এবার কোনো লভ্যাংশই দেবে না। তাদের পথ অনুসরণ করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক।  এই তিনটি ব্যাংক ২০২৪ সালে কোনো লভ্যাংশই ঘোষণা করেনি।

আইএফআইসি ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক এ বছর ২ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশ ও স্টক মিলিয়ে লভ্যাংশ ঘোষণা করেছে। ওয়ান ব্যাংক আগের বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়ে এবার ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক দিচ্ছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের লভ্যাংশ ঘোষণা ব্যাংকিং খাতে মিশ্র একটি চিত্র উপস্থাপন করছে। একদিকে কিছু ব্যাংক পূর্বের ধারাবাহিকতা বজায় রেখেছে, অন্যদিকে অনেকেই নানা কারণে লভ্যাংশ কমিয়েছে কিংবা পুরোপুরি বন্ধ করেছে। ফলে বিনিয়োগকারীদের উচিত প্রতিটি প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া কঠিন শর্তের  কারণে এবার লভ্যাংশ বিতরণ করতে পারছে না মোট ১৮টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের শর্ত অনুযায়ী, খেলাপি ঋণ, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রভিশন ঘাটতি বা আগের বছরের সঞ্চিত মুনাফা ব্যবহার করে লভ্যাংশ ঘোষণা করা যাবে না। গত ৫ এপ্রিল যেকারণে এবার অনেক ব্যাংক লভ্যাংশ ঘোষণা করার তারিখ পেরিয়ে গেলেও এখনো কোনো লভ্যাংশই ঘোষণা দিতে পারছে না। 

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর