Logo

অর্থনীতি

বিজিএমইএর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:৫৮

বিজিএমইএর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠনের (বিজিএমইএ) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৮ মে) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. ইকবাল ও বোর্ডের অপর তিন সদস্য স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।  

এতে ঢাকা অঞ্চলের ৫৮ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ১৮ জন প্রার্থীর ও তাদের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শুরুতে রয়েছে- আব্দুল্লা হিল রাকিব, মো. মহসিন অপু, মো. আব্দুস সালাম, কাজী মিজানুর রহমান, এমডি সাহেব উদদৌজা চৌধুরী, এনামুল হক খান, মির্জা ফাইয়াজ হোসেন, এমডি নুরুল ইসলাম, মোহাম্মদ সোহেল, তামান্না ফারুকী থিমা, মো. আব্দুল কালাম, শেখ হুসাইন মোহাম্মদ মুস্তাফিজ, দেলওয়ার হোসেন, হেলাল উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন রুবেন। ভিদিয়া অমৃত খান, খন্দকার রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রহিম,শাহ রাইদ চৌধুরী, মিজানুর রহমান, মো. শাহাদাৎ হোসেন, মো. রেজাউল আলম, ফারুক হাসান, জোয়ার্দার মোহাম্মদ হোসনে কোমার আলম, এবিএম শামসুদ্দিন, নাফিস-উদ্-দৌলা, খালেদা মো. ফয়সাল ইকবাল, ‍মিসেস. সুমাইয়া ইসলাম, একেএম আজিমুল হাই, শেখ এরশাদ উদ্দিন,লিথি মোনতাহা মহিউদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, মোজাম্মেল হক ভূইয়া, ফাহিমা আক্তার, মো. আশিকুর রহমান (তুহিন), এস.এম মনিরুজ্জামান, ‍আসেফ কামাল পাশা, ডা. রাশিদ আহমেদ হুসাইনি, এ.কে,এম আবু রাইহান, মো. মোশিদুল আজম, মোহাম্মদ রাশেদুর রহমান, মাহমুদ হাসান খান, মোহাম্মদ মহসিন, রুমানা রশিদ, আবরার হোসেন সায়েম, মোহাম্মদ সোহেল সাদাত, সামিহা আজম, মো. রেজওয়ান সেলিম, সৈয়দ সাদিক সেলিম, মোস্তাজিরুল সোভন ইসলাম, ফয়সাল সামাদ, মনজুরুল ফয়সাল হক, সাইফউদ্দিন সিদ্দিকী সাগর, মো. কামাল উদ্দিন, ফিরোজ আলম, সাইফ আশরাফ।

চট্টগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মো. সাইফ উল্লাহ, সাফিদ নাবী, মো. রফিক চৌধুরী, মো. এম মহহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, রকিবুল আলম চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, এসএম আবু তাইয়্যেব, মো. এমদাদুল হক চৌধুরী, সেলিম রহমান, মির্জা মো. আকবর আলী চৌধুরী।  

এএইচএস/এমআই/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর