এসএমই ফাউন্ডেশনের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:২৩
-681f371c9df6d.jpg)
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির সরাসরি সুবিধাভোগী প্রায় ৩৫ হাজার উদ্যোক্তা। দেশের এসএমই খাতের উন্নয়নে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এই খাতে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি উদ্যোক্তাদের।
শনিবার (১০ মে) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনে ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। তিনি আরও জানান, ২০২৩-২৪ এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির সরাসরি সুবিধাভোগী ৩৪৭২০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে পুরুষ ১৭০০১ জন এবং নারী ১৭৭১৯ জন।
এসএমই ফাউন্ডেশনের ১৯তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে ২০২৩-২৪ অর্থবছরের বাস্তবায়িত কর্মসূচির ওপর বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে ৬৯২টি কর্মসূচি বাস্তবায়ন করে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ১১ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৪ এবং জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ প্রদান, যশোর ও ময়মনসিংহে বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩ আয়োজন, ৭ম ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও পণ্য মেলা ২০২৩ আয়োজন, এসএমই ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে ‘14th International SME Women Expo 2024’ আয়োজন, এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সাথে ২৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর, ময়মনসিংহে বিভাগীয় এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন ২০২৩ আয়োজন, চট্টগ্রাম ও রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ (YESS) কর্মসূচি আয়োজন, এসএমই ফাউন্ডেশনের সহায়তায় রাজশাহীর কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপন এবং যশোর ও সিরাজগঞ্জে এসএমই ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপনের সম্ভাব্যতা যাচাই, ফাউন্ডেশনের অনলাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রে হাজারীবাগ লেদার এবং জামালপুর নকশিকাঁথা ক্লাস্টারের উদ্যোক্তা ও পণ্যের তথ্য অন্তর্ভুক্তিকরণ, নারী-উদ্যোক্তাদের সহায়তায় ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘WE-HELP’ উদ্বোধন, এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ৯টি প্রতিষ্ঠানের ISO 22000:2018 অর্জন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে এসএমই খাতের উন্নয়নে ৩৪টি প্রস্তাব উত্থাপন, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪-এ ফাউন্ডেশনের সহায়তায় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, ১৯তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস ২০২৩-এ এসএমই ফাউন্ডেশনের অংশগ্রহণ, ফাউন্ডেশনের প্রকাশনা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে অমর একুশে বইমেলা ২০২৪-এ অংশগ্রহণ, গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে ৪টি জেলায় এসএমই ক্লাস্টার ভিজিট, ৪টি ত্রৈমাসিক নিউজলেটার ও ২০২৪ সালের ক্যালেন্ডার তৈরি ও প্রকাশ, আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৪ উদযাপন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ১৪১টি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন।
ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৩-২৪ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।
পরিচালক পর্ষদের প্রতিবেদনের ওপর মতামত ও সুপারিশ প্রদান করেন সাধারণ পর্ষদের সদস্যরা। তারা বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এই খাতকে এগিয়ে নিতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশনকে সমন্বয়কারী সংস্থা হিসেবে ঘোষণার পাশাপাশি আরও এসএমই উদ্যোক্তাকে সেবার আওতায় আনতে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দেরও দাবি জানান তারা।
এএইচএস/বিএইচ