শেয়ারবাজারে অযোগ্য নেতৃত্বের অভিযোগ, মাকসুদ কমিশনের অপসারণ দাবি
প্রধান উপদেষ্টার সাথে উচ্চপর্যায়ের বৈঠক রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:১৩

পুঁজিবাজারের বর্তমান অবস্থা পর্যালোচনা ও উন্নয়ন কৌশল নির্ধারণে আগামীকাল রোববার (১১ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। বৈঠকে ডাক পাওয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারণ দাবি করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
শনিবার (১০ মে) রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতারা এই দাবি জানান।
তারা বলেন, দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে অস্থিরতা ও অব্যাহত পতনের জন্য বিএসইসির বর্তমান কমিশন দায়ী। অথচ আগামীকালকের গুরুত্বপূর্ণ বৈঠকে সেই কমিশনের সদস্যদেরই রাখা হয়েছে, বাদ পড়েছেন বাজার সংশ্লিষ্ট প্রকৃত স্টেকহোল্ডাররা। বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংকার, ব্রোকার, সম্পদ ব্যবস্থাপক কিংবা স্টক এক্সচেঞ্জের কেউ সেখানে উপস্থিত থাকবেন না। ফলে এই বৈঠক থেকে শেয়ারবাজারের জন্য কোনো কার্যকর সিদ্ধান্ত আসবে না বলে মনে করছেন তারা।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, ‘যাদের ব্যর্থতার কারণে পুঁজিবাজার ধসে পড়েছে, তাদের দিয়ে সমাধান হবে না। মাকসুদ কমিশন শেয়ারবাজারের বাস্তবতা বোঝে না। তারা দায় এড়িয়ে চলছে। এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অর্থ উপদেষ্টার আত্মীয় হওয়ায় রাশেদ মাকসুদ অব্যাহত প্রশ্রয় পাচ্ছেন।’
তাদের আরও দাবি, বর্তমান কমিশনের কার্যক্রমের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ‘এ কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজার ক্রমাগত পেছনে গেছে। বিনিয়োগকারীদের আস্থা তলানিতে এসে ঠেকেছে।’
সংবাদ সম্মেলনে বিসিএমআইএর সভাপতি এবং কয়েকজন সাবেক শেয়ারবাজার নেতাও বক্তব্য দেন। তারা বলেন, ‘শেয়ারবাজার বোঝেন এমন প্রতিনিধিদের বাদ দিয়ে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বৈঠক করা হলে সেটি বাজারের কোনো উপকারে আসবে না, বরং আরও ক্ষতির কারণ হবে।’
এএইচএস/এমএইচএস