Logo

অর্থনীতি

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল আরও দুটি ব্রোকারেজ হাউজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:১২

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল আরও দুটি ব্রোকারেজ হাউজ

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) আজ তার ফিক্স (FIX) সার্টিফিকেশন কর্মসূচির আওতায় আরও দুটি ব্রোকারেজ হাউজকে সার্টিফিকেট প্রদান করেছে। প্রতিষ্ঠান দুটি হলো—শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং শার্প সিকিউরিটিজ লিমিটেড।

বৃহস্পতিবার (১৫ মে)  উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।  ডিএসই’র বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে ফিক্স সার্টিফিকেট হস্তান্তর করেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্। শ্যামল ইকুইটির পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম এবং শার্প সিকিউরিটিজ-এর পক্ষে গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মেজর মোস্তফা জামাল (অব.)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম, মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলাম এবং আইসিটি ও মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ডিএসই এপিআই ভিত্তিক ব্রোকারেজ হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর উদ্যোগ নেয়। এ পর্যন্ত ৬৫টি ব্রোকারেজ হাউজ এপিআই সংযোগের জন্য আবেদন করেছে এবং আজকের সার্টিফিকেশনসহ মোট ৩০টি প্রতিষ্ঠান ফিক্স সার্টিফিকেশন অর্জন করেছে। এর মধ্যে ২১টি ব্রোকার হাউজ ইতোমধ্যে নিজস্ব ওএমএস চালু করেছে।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর