মতিঝিলে ব্যাংকের ওয়াশরুমে যাওয়ায় খোয়া গেল ৫ লাখ টাকা!

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২২:১৩
-(3)-682a0740e0c0a.jpg)
প্রতীকী ছবি
উত্তরা ব্যাংকের মতিঝিল শাখা থেকে টাকা তোলার পরে ব্যাংকে অবস্থানকালেই পাঁচ লাখ টাকা চুরি গেছে বলে অভিযোগ করেছেন মো. আবু জাফর (৬২) নামের এক ব্যক্তি।
রোববার (১৮ মে) রাজধানীর মতিঝিল থানায় এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, রোববার সকাল সাড়ে ৯টায় উত্তরা ব্যাংকের মতিঝিল অফিসের দ্বিতীয় তলায় গিয়ে আবু জাফর ১০ লাখ টাকা উত্তোলন করেন। সেখান থেকে ৫ লাখ টাকা তার কর্মচারীকে দিয়ে বাইরে পাঠান। বাকি টাকা হ্যান্ড ব্যাগে ঢুকিয়ে সেটা ডেস্কের ওপর রেখে ওয়াশরুমে যান। ফিরে এসে তিনি দেখেন ব্যাগটি চুরি গেছে।
সিসি টিভি ফুটেজ ব্যাংক কর্তৃপক্ষ প্রশাসনকে দেখাতে রাজি আছেন উল্লেখ করে আবু জাফর বলেন, আমি বিষয়টির সুরাহা চাচ্ছি।
এ বিষয়ে উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শহীদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। আপনি জিএম স্যারকে ফোন দেন।
পরে জিএম মো. আব্দুল খালেক মিয়াকে মুঠোফোনে কল করা হলে জানান, তিনি ছুটিতে আছেন। আগামীকাল (সোমবার) ব্যাংকে ফিরবেন।
ব্যাংকটির মুখপাত্র আমিনুর রহমান মুঠোফোনে বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে ব্যাংকের যে শাখায় ঘটছে তারাই ভালো বলতে পারবেন। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।
এএইচএস/এমআই