Logo

অর্থনীতি

মঙ্গলবার রাজউক ঘেরাওয়ের ঘোষণা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৮:১৫

মঙ্গলবার রাজউক ঘেরাওয়ের ঘোষণা

ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের লক্ষে (২০ মে) মঙ্গলবার রাজউক ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৯ মে) বিকেলে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক প্রফেসর ড. দেওয়ান এম. এ. সাজ্জাদ সাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন ড্যাপ এর কারণে ২ লক্ষাধিক এর উপরে জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল ২০ মে ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সমন্বয়ে গঠিত ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রাজউক ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে এ ঘেরাও কর্মসূচি পালিত হবে। রাজউকের প্রধান কার্যালয়ে (১ দিলকুশা, মতিঝিল, ঢাকা) সকাল ৯টায় এই ঘেরাও কর্মসূচি শুরু হবে। ঘেরাও কর্মসূচিতে রাজউক দ্বারা ক্ষতিগ্রস্ত যে কেউ অংশ নিতে পারবে। 

ফলে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটবে। রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে এর আগে সংবাদ সম্মেলন, স্মারকলিপিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে কিন্তু আমাদের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। ঘেরাও কর্মসূচিতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে রাজউক দায়ী থাকবে। 

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর