Logo

অর্থনীতি

দেশের রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:০৫

দেশের রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার

প্রতীকী ছবি

চলতি মাসের ১৮ মে পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রণীত ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল সংস্করণ ৬ (বিপিএম ৬) অনুযায়ী হিসাব করলে এই রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক ০৭ বিলিয়ন ডলারে।

সোমবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক এ ঊর্ধ্বগতি আগামী দিনে আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক ঋণ পরিশোধ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন তারা।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর