-682b3abb78cab.jpg)
প্রতীকী ছবি
চলতি মাসের ১৮ মে পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রণীত ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল সংস্করণ ৬ (বিপিএম ৬) অনুযায়ী হিসাব করলে এই রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক ০৭ বিলিয়ন ডলারে।
সোমবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক এ ঊর্ধ্বগতি আগামী দিনে আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক ঋণ পরিশোধ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন তারা।
এএইচএস/এমএইচএস