Logo

অর্থনীতি

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ২১:৪৭

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (২৬ মে) থেকে পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে তার সঙ্গে চলমান অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।

রোববার (২৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় পরিষদ। 

এর আগে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দেশের সব শুল্ক স্টেশনে কর্মবিরতির ঘোষণা দেয় ঐক্য পরিষদ। কিন্তু সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাবি-দাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়। এতে বলা হয়, এনবিআর বিলুপ্ত নয়, বরং একে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে গড়ে তোলা হবে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এ বিষয়ে এনবিআর, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনীর কাজ শেষ করে তবেই অধ্যাদেশটি কার্যকর করা হবে। তার আগে তা বাস্তবায়ন করা হবে না।

এ প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস ও ঘোষণাকে তারা ইতিবাচকভাবে দেখছে। এনবিআরকে বিলুপ্ত না করে বরং শক্তিশালী করা হবে এবং বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করে নতুন কাঠামো গঠন করা হবে—এ বিষয়টি পরিষদের জন্য সন্তোষজনক।

তবে পরিষদ জানিয়েছে, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি এখনও বহাল রয়েছে। সে কারণে চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি আগের মতোই চলবে। পাশাপাশি অতিরিক্ত সময় কাজ করে বিগত দিনের বকেয়া ফাইল নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হবে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর