Logo

অর্থনীতি

‘রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড’ পেলেন নাজমুল হক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:১৬

‘রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড’ পেলেন নাজমুল হক

দেশের ব্যবসা ও উদ্যোক্তা খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন হেরিটেজ অ্যাসেটসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক।

সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

নাজমুল হক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রায় দেড় দশক ধরে তিনি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত। তার প্রতিষ্ঠান ‘হেরিটেজ অ্যাসেটস’ দেশের আবাসন খাতে নির্ভরতা ও পেশাদারিত্বের ছাপ রেখে চলেছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাজমুল হক বলেন, ‘পুরস্কার সবসময়ই আনন্দের। এটি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। আমি আমার পথচলায় শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।’ 

‘রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড’ দেশের বিভিন্ন খাতে সফল ও উদ্ভাবনী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্মান জানাতে প্রতিবছর আয়োজন করে কালারস মাল্টিমিডিয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, করপোরেট ব্যক্তিত্ব এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 

এ বছর মোট ১০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা এই সম্মাননায় ভূষিত হন। তাদের মধ্যে একজন নাজমুল হক, যার পেশাগত সাফল্য তরুণ উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। 

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর