-6863cd59bc937.jpg)
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। একইসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদটি শূন্য থাকা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত এমডির দায়িত্বও পালন করবেন।
মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, মোহাম্মদ আসাদ ৩০ জুন আনুষ্ঠানিকভাবে নতুন পদে যোগ দেন।
ডিএসই সূত্রে জানা গেছে, মোহাম্মদ আসাদুর রহমান ২০১০ সালের ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ডিএসই-তে কর্মজীবন শুরু করেন। এরপর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ২০১৩ সালে উপ-মহাব্যবস্থাপক এবং ২০১৭ সালে জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিবের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২৯ জুন পর্যন্ত তিনি এসব দায়িত্বে ছিলেন।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি ডিএসই’র কর্পোরেট অ্যাফেয়ার্স, আইন, জনসংযোগ, আন্তর্জাতিক সম্পর্ক ও বাজার উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্ব দিয়েছেন। ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়ায় কমিটির সদস্য সচিব হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ডিএসই’র প্রযুক্তিগত ও কৌশলগত উন্নয়নে মোহাম্মদ আসাদের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি নাসডাক এবং ফ্লেক্সট্রেড প্ল্যাটফর্ম চালুর প্রকল্পে মূল দলের সদস্য ছিলেন। এছাড়া চীনের শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক পর্যায়েও মোহাম্মদ আসাদ ডিএসই-কে প্রতিনিধিত্ব করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, ভারত, মালদ্বীপ, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (IVLP) একজন অ্যালামনাই।
ডিএসই মনে করে, মোহাম্মদ আসাদুর রহমানের অভিজ্ঞতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব প্রতিষ্ঠানটির প্রশাসনিক এবং কৌশলগত কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে।
এএইচএস/এমএইচএস