-6863f4834e759.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ডাটা সেন্টার স্থানান্তরের কারণে রূপালী ব্যাংক পিএলসি আগামী ৪ জুলাই (শুক্রবার) থেকে ৮ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত মোট পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে।
মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) জানায়, রূপালী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী সাময়িক সেবা স্থগিতের অনুমোদন দেওয়া হয়েছে।
এই পাঁচ দিন রূপালী ব্যাংকের সকল শাখা ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম (ইন্টারনেট, মোবাইল অ্যাপ, এটিএমসহ) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ বিষয়ে অবহিত করেছে। ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহকদের আগাম লেনদেন সেরে নিতে এবং সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এএইচএস/এমএইচএস