বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষণা, আয় ও সম্পদমূল্যে বৃদ্ধি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৩:০১

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আয় ও সম্পদমূল্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। প্রতিবেদন মতে, ২০২৪-২৫ অর্থবছরে (যা শেষ হয়েছে ৩১ মার্চ ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ৬৯ টাকা ৯২ পয়সা থেকে বেড়েছে। প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (NAV) হয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ছিল ৩০৯ টাকা ৫৩ পয়সা।
তবে, নিট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার (NOCFPS) কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৪ পয়সায়, যেখানে আগের বছর ছিল ৩৯ টাকা ৬৪ পয়সা।
আগামী ২৫ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য নির্ধারিত লিংক: [https://berger.bdvirtualagm.com](https://berger.bdvirtualagm.com)।
লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নিশ্চিত করতে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই।
- এএইচএস/এটিআর