আদানির ‘সম্পূর্ণ’ বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৩:১৭

আন্তর্জাতিক বিদ্যুৎচুক্তির আওতায় ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের কাছে বিদ্যুৎ আমদানির বিপরীতে বাংলাদেশের ‘সকল বকেয়া পরিশোধ সম্পন্ন হয়েছে’। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আদানির পাওনা ছিল। তবে, গত মাসে বাংলাদেশ সরকার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে সেটি ‘সম্পূর্ণভাবে নিষ্পত্তি’ করেছে।
ভারতীয় ব্যবসায়িক দৈনিক ইকোনমিক টাইমস’র খবরে বলা হয়, এটি এখন পর্যন্ত আদানি পাওয়ারের জন্য বাংলাদেশ থেকে পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। পূর্বে প্রতি মাসে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পেত।
সূত্র জানায়, বকেয়া বিল, বিলম্বসুদ ও অন্যান্য খরচসহ সব পাওনা পরিশোধের পর আদানি পাওয়ার ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ ক্রয়চুক্তি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এর ফলে চুক্তি নিয়ে আগে যেসব প্রশ্ন উঠেছিল, সেগুলোর নিষ্পত্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী, গত অর্থবছরের বকেয়া ৩০ জুনের মধ্যে পরিশোধ করলে বিলম্ব মাশুল মওকুফের শর্ত ছিল। বাংলাদেশ নির্ধারিত সময়েই বকেয়া পরিশোধ করে। নিয়মিত বিল পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এখন দুই মাসের বিলের সমপরিমাণ প্রায় ১৮০ মিলিয়ন ডলারের একটি এলসি এবং বাকি অর্থের জন্য রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়েছে।
ইকোনমিক টাইমসের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া ছিল প্রায় ৯০০ মিলিয়ন ডলার। আদানির প্রধান অর্থ কর্মকর্তা দিলীপ ঝা বিশ্লেষকদের জানান, মোট ২ বিলিয়ন ডলারের বিল থেকে ২০২৫ অর্থবছরের শেষ পর্যন্ত ১ দশমিক ২ বিলিয়ন ডলার আদায় হয়েছে। বিলম্বের জন্য অতিরিক্ত ১৩৬ মিলিয়ন ডলারের বিলও করা হয়।
তবে, আদানি পাওয়ারের প্রধান নির্বাহী এসবি খ্যালিয়া জানান, বিলম্ব সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কখনো বন্ধ হয়নি। ২০২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আদানির আদায়যোগ্য পাওনা প্রায় ৫০০ কোটি রুপি হ্রাস পেয়েছে।
- এটিআর