ইসলামিক ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:৫১

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১.৬২ টাকা লোকসান। এতে বোঝা যাচ্ছে, কোম্পানির লোকসান কিছুটা কমেছে।
অপারেটিং কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ০.০২ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ০.৭১ টাকা। এতে বোঝা যায়, কোম্পানির নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ঋণাত্মক ০.৪২ টাকা। যেখানে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এটি ছিল ০.২০ টাকা। অর্থাৎ কোম্পানির নিট সম্পদমূল্যের আরও অবনতি ঘটেছে।
উল্লেখ্য, কোম্পানিটি আর্থিক খাতে পরিচালিত একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা তাদের এ আর্থিক অবস্থার দিকে নিবিড়ভাবে নজর রাখছেন।
এএইচএস/এমবি