ডিএসই’র নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৭:০৬

ডিএসই’র নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে যোগ দিয়েছেন ড. মো. আসিফুর রহমান।
বুধবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
ড. আসিফুর রহমান ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসি-তে সিটিও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জাপানের ফুকুওকাভিত্তিক স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লিমিটেডে ওভারসিজ অপারেশনস-এর প্রধান ছিলেন।
এ সময় তিনি আটটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলেন এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তি স্থাপন করেন।
এইচএস/এমবি