Logo

অর্থনীতি

ঢাকার পুঁজিবাজারে লেনদেন ৫০০ কোটি ছাড়াল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:৩৮

ঢাকার পুঁজিবাজারে লেনদেন ৫০০ কোটি ছাড়াল

ছবি : সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই শেয়ারবাজারে চাঙ্গাভাব, ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার ওপরে নতুন অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম সপ্তাহেই দেশের শেয়ারবাজারে ফিরে এসেছে চাঙ্গাভাব। মূল্যসূচকের ঊর্ধ্বগতি ও লেনদেন বৃদ্ধিতে উজ্জীবিত হয়েছে বাজার।

 বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫ কার্যদিবস পর আবারও লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইতে এদিন প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৯৪ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১,০৬৫ পয়েন্টে। অপরদিকে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট, দাঁড়িয়েছে ১,৮৩৬ পয়েন্টে।

দিনশেষে ডিএসইতে মোট ৫০৬ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ২৬ কোটি ৬৬ লাখ টাকা বেশি। উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৭ মে ডিএসইতে ৫০০ কোটির বেশি টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ১৫৪টি কোম্পানির শেয়ারদাম বেড়েছে, কমেছে ১৮১টির, এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দাম। ভালো লভ্যাংশদাতা কোম্পানির মধ্যে ৯৩টির দাম বাড়লেও ১০৩টির কমেছে।

লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, যার ২৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অগ্নি সিস্টেম (১৫ কোটি ৪১ লাখ) এবং মিডল্যান্ড ব্যাংক (১৪ কোটি ৯৫ লাখ টাকা)।

এছাড়া লেনদেনে উল্লেখযোগ্য অবদান রেখেছে বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাবস, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও বাজার ছিল ঊর্ধ্বমুখী। সিএসইতে ২০৫টি কোম্পানির মধ্যে ১১৮টির শেয়ারদাম বেড়েছে, ৫৯টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত রয়েছে। সিএএসপিআই সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট, যা বর্তমানে ১৬,২৫৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ টাকা, যেখানে আগের কার্যদিবসে তা ছিল মাত্র ৫ কোটি ৩৭ লাখ।

বাজার বিশ্লেষকদের মতে, বাজেট পরবর্তী অস্থিরতা কাটিয়ে বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে। তবে তারা মনে করেন, বাজারে টেকসই ইতিবাচক ধারা বজায় রাখতে হলে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির কার্যক্রম ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ারবাজার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর