Logo

অর্থনীতি

রাজধানীতে বেড়েছে সবজি ও ব্রয়লারের দাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০৮

রাজধানীতে বেড়েছে সবজি ও ব্রয়লারের দাম

ছবি : এআই

রাজধানীর বাজারগুলোতে ফের বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। একদিকে যেমন কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম, অন্যদিকে সব ধরনের সবজির দামেও লেগেছে ঊর্ধ্বগতির ছোঁয়া। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন।

সপ্তাহের ব্যবধানে রাজধানীর মিরপুর, কাজিপাড়া, নতুনবাজারসহ বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। শুক্রবার (৪ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। অথচ গত সপ্তাহেও তা ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল।

তবে অন্যান্য মাংসের দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। সোনালি মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২২৫–২৩০ টাকা। লেয়ার মুরগি মিলছে ২২০-২৩৫ টাকা দরে। অপরদিকে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি। গরুর মাংস এখনও কেজিপ্রতি ৭৮০ টাকা এবং খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতারা বলছেন, ব্রয়লারের দাম বাড়ায় নিত্যকার মাংস খাওয়া এখন কষ্টসাধ্য হয়ে উঠছে। মিরপুর কাঁচাবাজারে কথা হয় ক্রেতা তাওহিদুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, গরু বা খাসি আমাদের নাগালের বাইরে। এখন ব্রয়লারও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে গেছে। আমরা গরিব মানুষ, আমাদের জন্য এটা বোঝা হয়ে যাচ্ছে।

অন্য আরেক ক্রেতা সাজ্জাদ সাদিক বলেন, সবসময় ব্রয়লারটাই খাওয়া হয়, কারণ দাম কম। এখন এটাও আর কম নেই।

বাজারের মুরগি বিক্রেতা ফুজায়েল আহমেদ বলেন, ঈদের পর কিছুদিন ব্রয়লারের চাহিদা কম ছিল। এখন আবার চাহিদা বেড়েছে, তাই দামও উঠেছে।

শুধু মুরগি নয়, গত দুই সপ্তাহ ধরে রাজধানীতে প্রতিটি সবজির দামও কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে। অনেক সবজি এখন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৬০ টাকায়।

সকালে রামপুরা, আফতাবনগরসহ মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা, চিচিঙ্গা ও পটল ৬০ টাকা, ঢেঁড়স, কচুর লতি, বরবটি, ধন্দুল ও শসা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, টমেটো ও গাঁজর ১৪০-১৬০ টাকা এবং আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

সবজি কিনতে আসা ভ্যানচালক রুমেলে বলেন, বাজারে ঢুকলেই মাথা ঘুরে যায়। সবজির দামে অগ্নি ঝরছে। বাধ্য হয়ে অল্প করে করে কিনছি। কিছুদিন আগেও যেটা ৩০-৪০ টাকায় পেতাম, এখন সেটা ৭০-৮০ টাকায় কিনতে হচ্ছে।

সবজির দাম বৃদ্ধির পেছনে কারণ ব্যাখ্যা করেন বিক্রেতারা। মিরপুর কাঁচাবাজারের বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, অনেক সবজির মৌসুম প্রায় শেষ। সরবরাহ কমে গেছে। ফলে দামও বেড়েছে।

অন্য এক বিক্রেতা বলেন, পাইকারি বাজার থেকেই আমরা বাড়তি দামে সবজি কিনে আনছি। ফলে খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে। ক্রেতারা এখন ১ কেজির বদলে আধা কেজি করে নিচ্ছে। বিক্রিও কমে গেছে।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর