Logo

অর্থনীতি

তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৬:১৯

তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি

তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি টেক্সটাইল মালিকদের।

তুলা আমদানিতে আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশের টেক্সটাইল খাতের মালিকরা।

শনিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনে টেক্সটাইল খাতের বর্তমান সংকট, সম্ভাবনা ও অবদান তুলে ধরে শওকত আজিজ রাসেল বলেন, ‘তুলা আমদানির ওপর ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ শিল্পের জন্য বাড়তি বোঝা। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ায় উৎপাদন ব্যয় এমনিতেই বেড়েছে। তার ওপর এই কর খাতটিকে আরও ঝুঁকির মুখে ফেলছে।’

তিনি বলেন, ‘বস্ত্রশিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারকে এই কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

বিটিএমএ সভাপতি আরও দুটি দাবি তুলে ধরেন-

করপোরেট ট্যাক্সে সমতা : 

বস্ত্র উৎপাদনে জড়িত মিল বা কোম্পানিগুলোর জন্য করপোরেট ট্যাক্স হার আগামী ২০২৮ সালের জুন পর্যন্ত তৈরি পোশাক (আরএমজি) খাতের মতো ১২ শতাংশ নির্ধারণ করার আহ্বান জানান শওকত আজিজ রাসেল। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে চলতি বছরের ৪ মার্চ প্রকাশিত এসআরও নম্বর ৪৪ অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সুনির্দিষ্ট কর অব্যাহতি :

দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতা, কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতার ওপর উৎপাদন পর্যায়ে কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর প্রত্যাহারের দাবি জানান বিটিএমএ সভাপতি।

বিটিএমএ বলছে, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও রপ্তানিমুখী শিল্পে প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের এই পদক্ষেপগুলো জরুরি।

সংবাদ সম্মেলনে খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও নেতারাও উপস্থিত ছিলেন।

এইচএস/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোশাক খাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর