Logo

অর্থনীতি

কমিউনিটি ব্যাংকে ‘কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কমপ্লায়েন্স’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৩:২৭

কমিউনিটি ব্যাংকে ‘কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কমপ্লায়েন্স’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকে ‘বাংলাদেশ ব্যাংক কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কমপ্লায়েন্স’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাংলাদেশের খবর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ‘বাংলাদেশ ব্যাংক কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কমপ্লায়েন্স’ শীর্ষক এক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ জুলাই) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমিতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ), ঢাকা অফিসের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

উদ্বোধনী বক্তব্যে মো. হানিফ মিয়া বলেন, ‘কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কেবল একটি নিয়মিত পরিদর্শন প্রক্রিয়া নয়, বরং এটি আর্থিক খাতের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহক সুরক্ষার জন্য একটি কার্যকর তদারকি ব্যবস্থা।’

তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সঠিক ডকুমেন্টেশন ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানান।

কিমিয়া সাআদত তার বক্তব্যে বাংলাদেশ ব্যাংক ও বিবিটিএ-কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘রেগুলেটরি কমপ্লায়েন্স আমাদের পরিচালন কৌশলের একটি মূল স্তম্ভ। এ প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি ব্যাংকের সামগ্রিক সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিবিটিএ-এর যুগ্ম পরিচালক মো. ফরহাদ হোসেন। তিনি বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পারসন হিসেবে পরিদর্শন কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট ডকুমেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কমপ্লায়েন্স-সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এটি ব্যাংকিং খাতে ক্রমাগত প্রশিক্ষণের প্রতি কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

এইচকে/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর