নিখোঁজের ২ দিন পর বাসায় ফিরলেন জনতা ব্যাংকের ডিজিএম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৭:০৪
-686a582f7d41c.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান। রবিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে তিনি খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফিরে আসেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটায় গিয়েছিলেন এবং পরে স্বেচ্ছায় বাসায় ফেরেন। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
এর আগে, গত শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বাসার সামনে একটি রিকশায় উঠেছিলেন মুশফিকুর রহমান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগে পড়ে পরিবার এবং স্বজনরা খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জনতা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, মুশফিকুর রহমান দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানুষিক অশান্তিতে আছেন। একারণে কাউকে কিছু না জানিয়ে তিনি কুয়াকাটায় গেছেন এবং স্বেচ্ছায় বাড়ি ফিরে এসেছেন।
এ বিষয়ে জনতা ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান জানান, কর্মকর্তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছিল। মুশফিকুর রহমান কী কারণে হঠাৎ এভাবে কুয়াকাটা গিয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এএইচএস/এমএইচএস