Logo

অর্থনীতি

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিঃ এখন ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’

বাড়ছে ব্যবসায়িক পরিসর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৩:৪৯

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিঃ এখন ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’র লোগো

পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড’ ব্যবসা বহুমুখীকরণের পরিকল্পনা নিয়ে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। কোম্পানির পর্ষদ সভা এবং বিশেষ সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিষ্ঠানের নাম ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’ রাখা হয়েছে।

নাম পরিবর্তনের পাশাপাশি কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনে ব্যবসা বহুমুখীকরণের প্রস্তাবে আদালতের অনুমোদন গ্রহণ করা হয়েছে। 

ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির সংশোধিত নাম ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’ অনুমোদন করেছে। তৎপূর্বে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) কোম্পানির সংশোধিত নাম পুনর্নিবন্ধন করা হয়। 

‘পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড’ ব্যবসা বহুমুখীকরণের পরিকল্পনা নিয়ে ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’ নামে আত্মপ্রকাশ করেছে।

শিল্প প্রকল্পটি এতদিন শুধু কাগজ ও কাগজজাত পণ্য উৎপাদন ও বিপণন করত। ব্যবসা বহুমুখীকরণের ফলে এই প্রতিষ্ঠান এখন অবকাঠামো উন্নয়ন, রিয়েল এস্টেট, মানবসম্পদ উন্নয়ন ও রপ্তানি, উচ্চ প্রযুক্তি (আইটি ও এআই), ট্রেডিং, টেন্ডারসহ আরও নানা খাতে ব্যবসা করবে। কোম্পানির পক্ষে জানানো হয়েছে, ব্যবসা বহুমুখীকরণের সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানের ব্যবসায়িক ও অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় ও টেকসই হবে। 

কাগজ ও কাগজজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানটি এখন অবকাঠামো উন্নয়ন, রিয়েল এস্টেট, মানবসম্পদ, আইটি ও এআই, ট্রেডিং, টেন্ডারসহ নানা খাতে ব্যবসা করবে।

বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে মৌলিক চাহিদার সঙ্গে প্রযুক্তি নির্ভর ব্যবসায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিক্রির লক্ষ্যমাত্রা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগকারীগণ অধিক লাভবান হবেন। 


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেয়ারবাজার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর