Logo

অর্থনীতি

ক্ষমা পেতে পারেন এনবিআরের ছোট কর্মকর্তারা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৫:৪০

ক্ষমা পেতে পারেন এনবিআরের ছোট কর্মকর্তারা

এনবিআর চেয়ারম্যান মো. আবদূর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনে জড়িত ছোট পর্যায়ের কর্মকর্তারা ক্ষমা পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদূর রহমান খান।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টমস হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্দোলনে কেউ কেউ বড় আকারে সীমা লঙ্ঘন করেছেন। তাদের বিষয়টি হয়ত ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না, কারও ভয় পাওয়ার কোনো কারণ আছে।’

তিনি আরও বলেন, ‘আস্থার সংকট দূর করতে আমি নিজেই কর্মকর্তাদের কাছে এসেছি। তাদের অভয় দিচ্ছি—যদি তারা দায়িত্বশীল আচরণ করেন এবং কাজ যথাযথভাবে সম্পন্ন করেন, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না।’

সূত্রমতে, এনবিআরের উচ্চ পর্যায়ের বিবেচনায় যারা নেতৃত্ব দিয়েছিলেন বা উসকানিমূলক ভূমিকা রেখেছিলেন, তাদের বিষয়ে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ও ছোট পদমর্যাদার কর্মকর্তাদের প্রতি নমনীয়তা দেখানোর সম্ভাবনা রয়েছে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর