Logo

অর্থনীতি

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া হবে না ব্যাংকিং খাত সংস্কার : গভর্নর

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৩৬

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া হবে না ব্যাংকিং খাত সংস্কার : গভর্নর

সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংকিং খাতে প্রকৃত সংস্কার আনতে হলে রাজনৈতিক সদিচ্ছা থাকা অত্যাবশ্যক। শুধু নীতিমালা তৈরি করলেই কাঙ্ক্ষিত ফল আসবে না, যদি বাংলাদেশ ব্যাংকের কাজকর্মে অব্যাহত হস্তক্ষেপ থেকে যায়।

সোমবার (৭ জুলাই) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যাংক খাতে ঝুঁকিভিত্তিক তদারকি পদ্ধতি (রিস্ক-বেজড সুপারভিশন) চালুর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

গভর্নর জানান, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই তদারকি ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ২০টি ব্যাংকে এই পদ্ধতি চালু করে ইতিবাচক ফল পাওয়া গেছে। চলতি বছরের ডিসেম্বরে দেশের সকল ৬১টি তফসিলি ব্যাংকে এটি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় প্রতিটি ব্যাংকে ‘৩৬০ ডিগ্রি বিশ্লেষণ’-ভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে, যা ব্যাংকগুলোর আর্থিক, পরিচালনাগত, বাজার ও কৌশলগত ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলোর বিষয়ে গভর্নর বলেন, ‘ছয়টি ব্যাংকের সঙ্গে আলোচনা করে যৌক্তিক কারণ পেলে মার্জার (একীভূতকরণ) থেকে সরে আসা যেতে পারে। তবে এদের আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাই কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বোর্ড পুনর্গঠনও করা হবে।’

কিছু আর্থিক প্রতিষ্ঠান দায়িত্বহীন আচরণ করছে জানিয়ে তিনি বলেন, তাদের কার্যক্রম বন্ধ না করার জন্য ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন করে তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করছে। চারটি নতুন বিভাগ গঠন করা হচ্ছে—তদারকি নীতিমালা ও সমন্বয়, তথ্য বিশ্লেষণ, প্রযুক্তি তদারকি, এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ।

তিনি আরও জানান, আধুনিক তথ্য বিশ্লেষণ পদ্ধতি এবং কেন্দ্রীয় তথ্য প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যা ঝুঁকি শনাক্তকরণ সহজ ও দ্রুততর করবে।

দেশি ও বিদেশি উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে বলেও জানান গভর্নর।

ড. মনসুর বলেন, ‘আমরা শুধুমাত্র রিজার্ভ ডলারে নির্ভর করতে চাই না, পণ্য বা সম্পদে সঞ্চয়ের সম্ভাবনাও যাচাই করছি।’

সংবাদ সম্মেলনে বলা হয়, এই দীর্ঘমেয়াদি সংস্কারে জবাবদিহিতা, প্রযুক্তিনির্ভরতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে সব পক্ষের সহযোগিতা জরুরি। এতে দেশের আর্থিক খাত আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গভর্নর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর