গাজীপুর-আশুলিয়ায় শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ করবে বিজিএমইএ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২১:২৭

বাংলাদেশের গার্মেন্টস শিল্পাঞ্চল গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। শ্রমিক কল্যাণে এটি বিজিএমইএ-এর অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৭ জুলাই) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ পরিকল্পনার কথা জানান। নন-আইবিসি অন্তর্ভুক্ত ৪০টির বেশি শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতৃবৃন্দ এই সভায় অংশ নেন।
সভায় বিজিএমইএ সভাপতি বলেন, ‘গার্মেন্টস শ্রমিক ভাইবোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। গাজীপুর, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জে জোনভিত্তিক শ্রমিক কল্যাণ কেন্দ্র এবং হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার জমি বরাদ্দ দিলেই দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে।’
তিনি আরও জানান, শুধু চিকিৎসা নয়, শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ফুড রেশনিং ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলে একটি স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখতেই মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক আসেফ কামাল পাশা, সদস্য মোজাম্মেল হক ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।
এ সময় শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিজিএমইএ-এর এসব উদ্যোগকে স্বাগত জানান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও শিল্পের স্থিতিশীলতা রক্ষায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘লেবার আরবিট্রেশন সেল সক্রিয়ভাবে কাজ করছে। শ্রমিক-মালিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে যেন রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা আমাদের লক্ষ্য।’
সভা শেষে উভয় পক্ষ সুষ্ঠু শ্রম সম্পর্ক ও শিল্পের অগ্রগতিতে একযোগে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
এএইচএস/এমএইচএস