Logo

অর্থনীতি

বিএফআইইউ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৫০

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা

প্রতীকী ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য। 

বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মাত্র তিন মাসের ব্যবধানে রাজধানীর গুলশান এলাকার সিটি ব্যাংক শাখায় মোতাল্লেছের নামে জমা হয় প্রায় ৬ কোটি ৩৭ লাখ টাকা। হঠাৎ এত বিপুল পরিমাণ লেনদেন নজরে এলে ব্যাংকের পক্ষ থেকে তার তথ্য চাওয়া হয়। এরপরই শুরু হয় তদন্ত।

অনুসন্ধানে দেখা যায়, মোতাল্লেছ হোসেন ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সাতটি হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার অস্তিত্ব পাওয়া গেছে। কেবল তিন মাসেই জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা। অথচ ২০২৩-২৪ অর্থবছরে তার আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল মাত্র ৩৪ লাখ টাকা। এত অর্থ কীভাবে এল, তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

তদন্তকারীরা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন মোতাল্লেছ ও তার সহযোগীরা। এই অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ জমা হয় বিভিন্ন হিসাবে।

তবে অভিযুক্ত মোতাল্লেছ হোসেন সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট এবং পরিকল্পিত। সরকারি এক উচ্চপদস্থ আইন কর্মকর্তা এবং বিএফআইইউয়ের কিছু কর্মকর্তা আমাকে হয়রানি করছেন। তিনি দাবি করেন, তার নিজের হিসাব থেকে ব্যবসার স্বার্থে একাধিকবার টাকা স্থানান্তর হয়েছে, যেটাকে বিভ্রান্তিকরভাবে বড় অঙ্ক হিসেবে তুলে ধরা হচ্ছে।

এদিকে বিএফআইইউয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তদন্তে সরাসরি কোনো অর্থ পাচারের প্রমাণ পাওয়া যায়নি। বর  একই টাকার পুনর্স্থানান্তর বারবার হয়েছে। এ কারণে গত ২০ মে মোতাল্লেছ তার হিসাব খোলার আবেদন করেছেন।

উল্লেখ্য, মোতাল্লেছ হোসেন ঢাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের (অকো-টেক্স লিমিটেড) পরিচালক। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাবে নমিনি হিসেবে আছেন মোতাল্লেছের ভাই (কাজিন) পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান। তিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত।

  • এএইচএস/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া জালিয়াতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর