Logo

অর্থনীতি

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত নয় : অর্থ উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:৫৩

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত নয় : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওয়ান-টু-ওয়ান আলোচনা (নেগোসিয়েশন) শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের বাণিজ্য উপদেষ্টা আগেই যুক্তরাষ্ট্র গেছেন। আজ কমার্স টিমও যাচ্ছে। আগামীকাল বুধবার ভোরে ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর) সঙ্গে বৈঠক হবে। এরপরই বিষয়টি স্পষ্ট হবে।’

তিনি বলেন, ‘যে শুল্ক আরোপের কথা বলা হচ্ছে, সেটি এখনও অফিসিয়ালি চূড়ান্ত নয়। প্রেসিডেন্টের চিঠি এসেছে ঠিক, তবে ১৪টি দেশের জন্য একই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ওয়ান-টু-ওয়ান আলোচনা শেষে তা ঠিক হবে।’

ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের ওপর বেশি শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেড ডেফিসিট ১২৫ বিলিয়ন ডলার, আর আমাদের মাত্র ৫ বিলিয়ন। সে কারণে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়ার যুক্তি ছিল। আমাদের পক্ষ থেকেও যুক্তি রয়েছে—আমাদের ট্রেড ডেফিসিট কম, তাই এত বেশি শুল্ক আরোপের যৌক্তিকতা নেই।’

চিঠিতে উল্লেখিত শর্ত পূরণ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’

রাজস্ব আদায় বিষয়ে তিনি বলেন, ‘চলতি অর্থবছরে রাজস্ব আদায় মোটামুটি ভালো হয়েছে। বড় ধরনের ঘাটতি নেই। আগামী বছর আমরা সিস্টেমে পরিবর্তন আনতে চাই, যাতে ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে কেউ দুর্নীতি করতে না পারে। আমাদের ট্যাক্স ক্যাপাসিটি ভালো, কিন্তু তা পুরোপুরি কাজে লাগাতে পারিনি, তাই কিছুটা ঘাটতি দেখা দিয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সালেহ উদ্দিন আহমেদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর