-686d0ca7d8c65.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের খবরে মঙ্গলবার (৮ জুলাই) লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও শেষ পর্যন্ত সবকটি সূচকই উর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাড়ে ৪ মাস পর লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।
দিনের শুরুতে মার্কিন শুল্ক সংক্রান্ত খবর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। অনেকেই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন, যার ফলে ডিএসইর সূচক প্রথম দিকে ২৬ পয়েন্ট কমে যায়। তবে দিন শেষে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় বাজার ঘুরে দাঁড়ায়।
ডিএসইতে দিন শেষে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪,৯৮১ পয়েন্টে পৌঁছায়। ডিএসই শরিয়াহ সূচক বেড়ে দাঁড়ায় ১,০৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক বেড়ে হয় ১,৮৭৫ পয়েন্ট।
মোট লেনদেন হয়েছে ৬০১ কোটি ৭৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় ২৮ কোটি ২৯ লাখ টাকা বেশি। এই লেনদেন গত ২৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।
দাম বাড়া কোম্পানির তুলনায় দাম কমেছে বেশি কোম্পানির। মোট ১৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৯১টির, অপরিবর্তিত ছিল ৪৯টি। ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানির মধ্যে ৯৪টির দাম বাড়লেও ১০১টির কমেছে।
এদিন লেনদেনে নেতৃত্ব দেয় এশিয়াটিক ল্যাবরেটরিজ, যার মোট লেনদেন ১৬ কোটি ৪১ লাখ টাকা। এরপর রয়েছে মিডল্যান্ড ব্যাংক (১৫ কোটি ১ লাখ) এবং সি পার্ল বিচ রিসোর্ট (১৪ কোটি ৯৮ লাখ টাকা)। এছাড়া ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, লাভেলো আইসক্রিম ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ছিল লেনদেনের শীর্ষে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে একই রকম উর্ধ্বমুখী প্রবণতা। সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে নতুন উচ্চতায়। দিনভর লেনদেন হয়েছে ৭ কোটি ২৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
সিএসইতে মোট ২৩৬টি কোম্পানির মধ্যে ৮৯টির দাম বেড়েছে, ১১৩টির কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত ছিল।
এএইচএস/এএ