Logo

অর্থনীতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু আজ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:০৯

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু আজ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি বিষয়ক দ্বিতীয় দফার আলোচনা আজ বুধবার (৯ জুলাই) ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে। আলোচনাটি চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) এই আলোচনার আয়োজন করেছে। বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে আলোচনার নতুন ধারা শুরু করার মধ্যে অন্যতম প্রথম দেশ হিসেবে তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের উদ্দেশে শুল্ক আরোপ সংক্রান্ত একটি চিঠি জারি করার পরপরই এই আলোচনা শুরু হলো।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। ভার্চুয়ালি আলোচনা যুক্ত হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.খলিলুর রহমান। এছাড়াও বাণিজ্য সচিব, একজন অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিচ্ছে।

গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনাকে বাংলাদেশ “ফলপ্রসূ” হিসেবে আখ্যায়িত করেছে। দ্বিতীয় দফায় সেই আলোচনার ধারাবাহিকতায় অগ্রগতি নিশ্চিত করে দ্রুত একটি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট শুল্ক চুক্তি সম্পাদনের বিষয়ে বাংলাদেশ আশাবাদী।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশমূল্যে স্বস্তি আসবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নতুন দিক উন্মোচিত হবে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর