
ছবি : সংগৃহীত
বাজার মূলধন, লেনদেনের লভ্যতা ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ২০২৫ সালের জুলাই মাসের জন্য ডিএসই বাংলাদেশ ৩০ সূচক (ডিএস৩০)-এর ছয় মাস পরপর পুনর্বিন্যাস এবং ডিএসই বাংলাদেশ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ও ডিএসই এসএমই গ্রোথ ইনডেক্স (ডিএসএমইএক্স)-এর ত্রৈমাসিক পর্যালোচনা সম্পন্ন করেছে।
বুধবার (৯ জুলাই) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সূচক কমিটি অনুমোদিত নিয়ম-কানুন ও সূচক পদ্ধতিমালা অনুযায়ী বাজার মূলধন, লেনদেনের লভ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক মানদণ্ডের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে।
আর নতুন তালিকায় ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে দেশের স্বনামধন্য ও পরিচিত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম ও বিএসআরএম। তালিকায় নতুন যুক্ত হয়েছে হেইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড। সংশোধিত সূচকসমূহ আগামী ২০ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
অন্যদিকে, পর্যালোচনার সময়কালে প্রধান বা এসএমই উভয় বাজারেই কোনো নতুন কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায় ডিএসইএক্স ও ডিএসএমইএক্স সূচকে জুলাই ২০২৫-এর জন্য নতুন কোনো কোম্পানি যুক্ত হচ্ছে না।
ডিএসই জানিয়েছে, দেশের পুঁজিবাজারে সূচক ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে তারা নিয়মিত এই ধরণের পর্যালোচনা অব্যাহত রাখবে।
এএইচএস/এএ