শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে বিজিএমইএ এর মতবিনিময় সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:২১

ছবি : প্রতিবেদক
দেশের পোশাক শিল্পে স্থিতিশীল ও সুষ্ঠু শ্রম পরিবেশ বজায় রাখতে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (১০ জুলাই) এ প্রক্রিয়ার অংশ হিসেবে উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক আসেফ কামাল পাশা ও শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।
সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ শ্রমিকদের আইনসঙ্গত দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে কারখানার ভেতরেই সমাধানের ওপর জোর দেন এবং শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতা কামনা করেন যেন অপ্রত্যাশিত ঘটনার জেরে সহিংসতা বা রাস্তা অবরোধ না ঘটে।
শ্রমিক প্রতিনিধিরা বলেন, শ্রম অস্থিতিশীলতা শিল্পের জন্য ক্ষতিকর। তারা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং বিজিএমইএ’র আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপনকে স্বাগত জানান।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান শ্রমিকদের জন্য হাসপাতাল স্থাপনের উদ্যোগ, ফুড রেশনিং ব্যবস্থা এবং শ্রমিকদের জন্য জাতীয় পর্যায়ে একটি ডাটাবেস তৈরির পরিকল্পনা তুলে ধরেন। এসব উদ্যোগ বাস্তবায়নে শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় শ্রমিক ফেডারেশনের নেতারা এসব উদ্যোগে ইতিবাচক সাড়া দেন এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ১৫টির বেশি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এএইচএস/এএ