Logo

অর্থনীতি

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:৩৬

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত গ্রেপ্তার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুদক কর্তৃক দায়ের করা একটি দুর্নীতি মামলার ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবির একটি বিশেষ দল ড. বারকাতকে গ্রেপ্তার করে। পরে তাকে মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকার ঋণ অনুমোদনের অভিযোগ রয়েছে ড. বারকাতের বিরুদ্ধে। ‘আনন ট্যাক্স’ নামে একটি প্রতিষ্ঠানের পেছনে এই অবৈধ ঋণ অনুমোদনের ঘটনায় দুদকে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, আবুল বারকাত তার ক্ষমতার অপব্যবহার করে জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ একটি অযোগ্য প্রতিষ্ঠানের নামে ঋণ আকারে অনুমোদন করেন, যার বড় একটি অংশ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ড. বারকাত ছাড়া আরও কয়েকজন ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

এদিকে ড. আবুল বারকাতের আইনজীবীরা দাবি করেছেন, তিনি নির্দোষ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি জনতা ব্যাংক কর্তৃপক্ষ।

  • এএইচএস/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার দুর্নীতি দমন কমিশন বেসরকারি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর