এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৪:০৯

ছবি : সংগৃহীত
এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন এবং ২০২৫-২০২৬ বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) কক্সবাজারে দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপণন ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসিআই হেলথকেয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মহিবুজ জামান বলেন, ‘এসিআই ফার্মা মানুষের জীবনের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে আমাদের অর্জন অনেক, তবে আগামী বছর হবে আরও চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময়।’
সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজার বিশ্লেষণ, বিক্রয় কৌশল এবং নতুন ব্যবসায়িক লক্ষ্য তুলে ধরেন হেলথকেয়ার অপারেশন্সের ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার। তিনি বলেন, ‘বর্তমান বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কৌশলগত চিন্তাভাবনার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতা মিলিয়ে কাজ করতে হবে।’
মার্কেটিং অপারেশন্সের ডিরেক্টর মো. মুহসিন মিয়া তার বক্তব্যে বলেন, ‘নতুন পণ্যের প্রচার ও বিক্রয়ে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি ব্যবহার আমাদের আগামী বছরের প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’
এছাড়া, ডিরেক্টর, ফিল্ড মার্কেটিং অপারেশন্স মো. মাহমুদুর রহমান ভুইয়া কৌশলগত রোডম্যাপ উপস্থাপন করে বলেন, ‘মাঠপর্যায়ের কার্যক্রমই আমাদের লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার। এই সম্মেলনের মাধ্যমে আমরা একসঙ্গে সে পথে এগিয়ে যাব।’
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিভিন্ন প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ সেশন, র্যাফেল-ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
এমআর/এএ