Logo

অর্থনীতি

এনবিআর

৭ মাসে ‘আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট’ সফল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৬:৩৫

৭ মাসে ‘আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট’ সফল

ছবি : সংগৃহীত

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (ITIIU) প্রতিষ্ঠার পর সাত মাসের কার্যক্রমেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জনবল সংকট ও লজিস্টিক সীমাবদ্ধতার মাঝেও এই ইউনিটটি রাজস্ব পুনরুদ্ধারসহ কর ফাঁকি প্রতিরোধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৪ জুলাই) গণমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড বলছে, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের জনবল এবং লজিস্টিক জনিত সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতার মধ্যেই উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে। রাজস্ব পুনরুদ্ধারসহ গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর ফাঁকি উদঘাটন করে আইনানুগ ও ন্যায্য রাজস্ব আদায় নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে গুরুত্বপূর্ণ এ সংস্থা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত এ সংস্থাটি ২০২৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে এক হাজার ৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির বিষয় উদঘাটন করেছে। উদঘাটিত রাজস্ব ফাঁকি হতে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ইতিমধ্যে ২৩১ চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।

এতে আরও বলা হয়, সংস্থাটি ইতিমধ্যে সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহ অন্তর্বতীকালীন জব্দ করেছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর প্রদানে উৎসাহিত করছে। একইভাবে কর ফাঁকিবাজ ও অর্থ পাচারকারীদের প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কর ব্যবস্থায় জবাবদিহিতা, প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর গোয়েন্দা তৎপরতা অপরিহার্য। আয়কর গোয়েন্দা ইউনিট ইতোমধ্যেই তার কার্যক্রমের মাধ্যমে এ বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।”

বিশেষজ্ঞদের মতে, ইউনিটটির ক্রমবর্ধমান সক্ষমতা ও প্রযুক্তিনির্ভর অভিযানে ভবিষ্যতে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হবে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন ব্যয় নির্বাহ এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসে সহায়ক ভূমিকা রাখবে ITIIU।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর