Logo

অর্থনীতি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৩৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

ছবি : প্রতিবেদক

টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তিনটি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

শনিবার (১২ জুলাই) ঢাকার রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এই পুরস্কার গ্রহণ করেন।

ওয়ালটন এবার যে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে সেগুলো হলো: টেকসই ক্লিন এনার্জি উদ্যোগ, বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং পরিবেশ সুরক্ষায় টেকসই উদ্যোগের জন্য ‘অনারেবল মেনশন’।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এস এম মাহবুবুল আলম জানান, এ স্বীকৃতি ওয়ালটন পরিবারের জন্য গর্বের। তিনি বলেন, ওয়ালটন শুরু থেকেই পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, ক্লিন এনার্জি, এবং টেকসই উৎপাদন প্রক্রিয়ায় গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও জানান, ওয়ালটন ফ্যাক্টরিতে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট। পাশাপাশি রুফটপ সোলার প্রজেক্ট, পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহারে উদ্যোগ এবং রিসাইকেলিং প্রক্রিয়াও চালু রয়েছে। এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন পেয়েছে জাতীয় পরিবেশ পদক ও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড।

সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারের আয়োজনে ২২টি ক্যাটাগরিতে ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। কঠোর যাচাই-বাছাইয়ের পর ৬০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এএইচএস/এএ


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর