Logo

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন চিফ ইকোনমিস্ট মো. আক্তার হোসেন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:৩৮

বাংলাদেশ ব্যাংকের নতুন চিফ ইকোনমিস্ট মো. আক্তার হোসেন

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (চিফ ইকোনমিস্ট) হিসেবে ড. আক্তার হোসেনকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (১৪ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। 

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আক্তার  হোসেনের নিয়োগ ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে এবং তিনি ১ জুন ২০২৭ পর্যন্ত এ পদে বহাল থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

মো. আক্তার হোসেন বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক খাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিগত গবেষণা, অভ্যন্তরীণ বিশ্লেষণ এবং আর্থিক খাত উন্নয়ন প্রক্রিয়ায় তাঁর রয়েছে বিশাল অভিজ্ঞতা। কেন্দ্রীয় ব্যাংকে তিনি পূর্বেও গুরুত্বপূর্ণ গবেষণা এবং নীতি বিভাগের দায়িত্বে ছিলেন।

আন্তর্জাতিক পর্যায়েও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কাজ করেছেন। এ অভিজ্ঞতা তাকে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের আর্থিক নীতিনির্ধারণে কার্যকর সহায়তা দিতে সক্ষম করে তুলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

চিফ ইকোনমিস্ট হিসেবে তার অধীনে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, মুদ্রানীতি, আর্থিক স্থিতিশীলতা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের ওপর আরও নিবিড় কাজ করবে। চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এ পদে একজন দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদের নেতৃত্বকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না দিলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন চিফ ইকোনমিস্টের অধীনে গবেষণা এবং বিশ্লেষণ কার্যক্রমকে ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আক্তার হোসেনের নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের নীতি প্রণয়ন এবং গবেষণায় একটি নতুন দিক উন্মোচন করতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রা ব্যবস্থাপনা ও ব্যাংক খাত সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর