বদলির আদেশ ছিঁড়ে ফেলায় একদিনে ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২১:৪৮
-6876786053e4a.jpg)
ছবি : সংগৃহীত
বদলির আদেশ অমান্য করে সেটি ছিঁড়ে ফেলার ঘটনায় আরও ছয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একই অভিযোগে আটজন আয়কর অনুবিভাগের কর্মকর্তা এবং পাঁচজন শুল্ক অনুবিভাগের কর্মকর্তা ও একজন কর অনুবিভাগের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে একদিনে মোট ১৪ জন কর্মকর্তা চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব বরখাস্তের আদেশ জারি করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের ঢাকার উপ-প্রকল্প পরিচালক ও অতিরিক্ত কমিশনার সিফাত-ই-মরিয়ম।
এছাড়া নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল এবং ঢাকার কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি এই কঠোর ব্যবস্থায় সংশ্লিষ্টরা কর্তৃপক্ষের নির্দেশনা ও প্রজ্ঞাপন অমান্য করার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্তের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে চায়।
ডিআর/এমএইচএস