Logo

অর্থনীতি

ওয়েস্ট জোনের বিদ্যুৎ বিল সংগ্রহে কমিউনিটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২২:০১

ওয়েস্ট জোনের বিদ্যুৎ বিল সংগ্রহে কমিউনিটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই

ছবি : সংগৃহীত

পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ বিল সংগ্রহে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজপিডিসিএল)। সম্প্রতি খুলনা ক্লাবে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়।

ওজপিডিসিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির মহাব্যবস্থাপক (আর্থিক বিভাগ) মো. আজিজুর রহমান। কমিউনিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওজপিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মো. আব্দুল খালেক, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) শাহীন আক্তার পারভিন, নির্বাহী প্রকৌশলী ও কোম্পানি সচিব রুহুল আমিন, ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. আফসার হাসান, ডেপুটি ম্যানেজার (অর্থ) মো. মোক্তার হাসান, সহকারী ব্যবস্থাপক (হিসাব) সজল কুমার রায় ও রবিউল ইসলাম এবং সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) হেদায়েত ইসলাম।

কমিউনিটি ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন উর রহমান এবং খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান।

চুক্তি অনুযায়ী, আগামী তিন বছর পশ্চিমাঞ্চল অঞ্চলের প্রিপেইড ও পোস্টপেইড সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর