Logo

অর্থনীতি

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৩:১০

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার বা ৩০০২৬ দশমিক ৬২ মিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে, রিজার্ভের পরিমাণ কিছুটা কম— ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার (২৪৯৯৫ দশমিক ৪৫ মিলিয়ন ডলার)। বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এর আগে, জুলাইয়ের শুরুতে রিজার্ভ কিছুটা হ্রাস পেয়ে বিপিএম-৬ অনুযায়ী নেমে গিয়েছিল ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। ওই সময় বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল।

সর্বশেষ কয়েকদিনের রিজার্ভ পরিস্থিতি—

২ জুলাই : বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার, গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলার

৩০ জুন : বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার, গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার

২৯ জুন : বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ২০ দশমিক ৩১ বিলিয়ন ডলার, গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার

২৫ জুন : বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ ২২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার, গ্রস রিজার্ভ ছিল ২৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক ঋণ, আমদানি ব্যয় এবং আকু লেনদেন পরিশোধ সত্ত্বেও রপ্তানি আয় ও প্রবাসী আয় বাড়ায় রিজার্ভে এ ইতিবাচক প্রবৃদ্ধি এসেছে।

উল্লেখ্য, আইএমএফের নির্দেশনা অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করতে গেলে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায়সমূহ বাদ দিতে হয়। এতে প্রকৃত রিজার্ভ বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।

  • এইএইচএস/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর