চড়া সবজির বাজার, মরিচ-পেঁয়াজেও আগুনের আঁচ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:৫৪
-6879efbb650f6.jpg)
রাজধানীর কাঁচাবাজারে সবজির ঝাঁজ কিছুতেই কমছে না। মৌসুম শেষ, টানা বৃষ্টি আর সরবরাহ কমার অজুহাতে প্রায় সবজির দাম বেড়েই রয়েছে। এরসঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ ও ব্রয়লার মুরগি।
শুক্রবার (১৮ জুলাই) রামপুরা, বাড্ডা, মগবাজার, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি। সবচেয়ে বেশি দাম কাঁচা মরিচ ও লম্বা বেগুনে। মরিচ প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকা আর বেগুন ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, জালি ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা ও করলা প্রতি কেজি ৮০ টাকা দরে।
সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে বাজার করতে আসা ওয়াসিম খান রানা বলেন, সবজির দাম হঠাৎ বেড়েছিল, ভেবেছিলাম কমবে। কিন্তু কমা তো দূরের কথা, এখন সবজিই ৬০ থেকে ১০০ টাকার নিচে নেই। মরিচের এক পোয়া ৮০ টাকা দিয়ে কিনেছি।
কাঁচা মরিচের দাম বাড়ার কারণ হিসেবে মিরপুরের সবজি বিক্রেতা তজম্মুল আলী বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কম, তার সঙ্গে পাইকারি দামও বাড়তি। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
একই চিত্র দেখা গেছে পেঁয়াজের বাজারেও। এক সপ্তাহ আগেও যে দেশি পেঁয়াজ কেজিতে ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রেতা আনিসুর রহমান বলেন, পাইকারিতে দাম ৫৮ টাকা, তাই খুচরায় ৬৫-৭০ টাকা নিচ্ছি। আমাদেরও তো লোকসান হলে চলবে না।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সর্বশেষ বাজার বিশ্লেষণ বলছে, পেঁয়াজের দাম এক মাসে প্রায় ৯ শতাংশ বেড়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এখনো তা প্রায় ৪৮ শতাংশ কম।
এদিকে সবজির পাশাপাশি বাড়ছে প্রোটিন খাতেও চাপ। ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহে কেজিতে ১০-২০ টাকা বেড়ে এখন ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার ডিমের দাম ডজনপ্রতি ৫-১০ টাকা কমে ১১০-১২০ টাকায় এসেছে।
- ডিআর/এটিআর