Logo

অর্থনীতি

‘বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়নি’

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৫:২৭

‘বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়নি’

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ব্যাংকের ভবনে বৃহস্পতিবার (১৭ জুলাই) সংঘটিত অগ্নিকাণ্ডে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র, আলমারি, কম্পিউটার বা প্রিন্টার ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান।

রোববার (২০ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ছুটির দিনে ফাঁকা একটি ফ্লোরে আগুন লাগে। আগুনে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ফ্লোরটিতে থাকা সবকিছুই অক্ষত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ও অগ্নি নিরাপত্তার (ফায়ার সেফটি) নিশ্চয়তা পাওয়ার পরই আমরা আবার ফ্লোরটি ব্যবহার করব।’

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি ফ্লোরে হঠাৎ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ করে।

ঘটনাটি কেন্দ্র করে ব্যাংকিং মহলে উৎকণ্ঠা সৃষ্টি হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে ।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত তারা ফ্লোরটিতে কাজ পুনরায় শুরু করবে না। তবে ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। 

আগুনে ঘটনায় এখনো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করেনি।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর