Logo

অর্থনীতি

যুক্তরাষ্ট্রে ৫ মাসে পোশাক রপ্তানি ৩.৫৩ বিলিয়ন ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৫৯

যুক্তরাষ্ট্রে ৫ মাসে পোশাক রপ্তানি ৩.৫৩ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময় যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানির পরিমাণ ছিল ৩১.৭০ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৭.০৬ শতাংশ বেশি। 

এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩.৫৩ বিলিয়ন ডলারে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২১.৬০ শতাংশ বেশি।

মূল পরিসংখ্যান (জানুয়ারি-মে ২০২৫): বাংলাদেশ মূল্য অনুযায়ী রপ্তানি প্রবৃদ্ধি: ২১.৬০ শতাংশ, আমদানি পিস সংখ্যা বৃদ্ধি: ২১.০৩ শতাংশ, ইউনিট মূল্য বৃদ্ধি: ০.৪৭ শতাংশ।

ভারত রপ্তানি বৃদ্ধি: ১৬.৯৬ শতাংশ,  পিস সংখ্যা বৃদ্ধি: ১৬.৮৩ শতাংশ, ইউনিট মূল্য বৃদ্ধি: ০.১১ শতাংশ,

পাকিস্তান রপ্তানি বৃদ্ধি: ২১.৫৮%, পিস সংখ্যা বৃদ্ধি: ২৫.৬৫%, ইউনিট মূল্য হ্রাস: -৩.২৪%

ভিয়েতনাম রপ্তানি বৃদ্ধি: ১৬.৩৩ শতাংশ, পিস সংখ্যা বৃদ্ধি: ১২.৪৩ শতাংশ,ইউনিট মূল্য বৃদ্ধি: ৩.৪৭%

কম্বোডিয়া রপ্তানি বৃদ্ধি: ১৭.৬৫%, পিস সংখ্যা বৃদ্ধি: ২২.৮০%., ইউনিট মূল্য হ্রাস: -৪.১৯%

চীন রপ্তানি প্রবৃদ্ধি: -১০.০২% (ঋণাত্মক),পিস সংখ্যা: -৯.১৮% হ্রাস, ইউনিট মূল্য হ্রাস: -০.৯৩%

অর্থনীতিবিদরা বলছেন, যদিও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়া রপ্তানি মূল্য ও পরিমাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে ইউনিট মূল্য বা প্রতি পিস দামে চাপে রয়েছে অনেক দেশ। শুধু ভিয়েতনামই এই সময় ইউনিট মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি ধরে রাখতে পেরেছে।

এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মোহিউদ্দিন রুবেল বলেন, এই প্রতিবেদনটি বাংলাদেশি পোশাক শিল্পের জন্য আশাব্যঞ্জক এক চিত্র তুলে ধরে, যেখানে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক দামে টিকে থেকে রপ্তানি বৃদ্ধি সম্ভব হচ্ছে। তবে ইউনিট মূল্যের বিষয়ে ভবিষ্যতে আরো কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করছেন তিনি। 

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোশাক খাত আমদানি-রপ্তানি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর